৪র্থ ধাপে আগামী (৫ জুন) কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন বুধবার (৮ মে) চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে দাখিল করেছেন।
 

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সিলেট জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামসুজ্জামান বাহার, ঢাকার ব্যবসায়ী সমাজকর্মী বেলাল আহমদ এমবিএ।
 


পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কানাইঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জসিম উদ্দিন মেজর, খেলাফত মজলিস নেতা প্রবাসী হাফিজ মাও. খালেদ আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা বেগম, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকশানা জাহানা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।


সিলেটভিউ২৪ডটকম/মাহবুবুর/এসডি-২০৩০