হবিগঞ্জের আজমিরীগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (আপ্রসিকৃউপ)-এর আওতায় উপজেলার ৬০ জন প্রান্তিক কৃষকদের  প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
 

বুধবার (৩১ মে) উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খানের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কেশব দাসের পরিচালনায় প্রশিক্ষণ প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোশারফ হোসেন খান৷
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) হবিগঞ্জ এর উপপরিচালক মো. নুরে আলম সিদ্দিকী, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি)র প্রশিক্ষণ কর্মকর্তা মো. আশেক পারভেজ।
 

প্রশিক্ষণ প্রদান অনুষ্টানে বক্তারা বলেন, প্রকল্পটি সিলেট বিভাগের ৪টি জেলার ৪০টি উপজেলায় করা হবে। প্রকল্পের উদ্দেশ্য হলো- সিলেট অঞ্চলে পতিত জমি ব্যবহার করে আধুনিক প্রযুক্তির বিস্তার ও শস্য বহুমুখীকরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি এবং পুষ্টি ও সামাজিক ব্যবস্থার টেকসই উন্নয়ন।
 

প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২১ এর জুলাই হতে শুরু করে ২০২৬ সালের এর জুন পর্যন্ত।

 

সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-৬৮৩