বাহরাইনে সুপরিচিত সামাজিক সংগঠন বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের ১০ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার দেশটির সানাবিজ এলাকায় মারমারিজ পার্টি হলে স্থানীয় সময় রাত ৮ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
 


অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আল আমিন মুহাম্মদের সভাপতিত্বে, মুস্তাফিজ মাসুম, রহমত উল্যাহ ও পারফালসের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম।
 

বিশেষ অতিথি ছিলেন- দূতাবাসের দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস,শ্রম সচিব মাহফুজুর রহমান, বাংলাদেশ স্কুল বাহরাইন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুইজ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মাজহারুল হক নয়ন, বাংলাদেশ সমাজের সাধারন সম্পাদক এম এ হাশেম, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি আলা উদ্দিন নূর, বাংলাদেশ বিজনেস কমিউনিটির সদস্য সচিব আলা উদ্দিন আহমেদ, বিয়ন মানির কমিউনিটি ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু।
 

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বাহরাইন অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বাংলাদেশী সাংবাদিক সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইয়ুথ ক্লাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রবাসের মাটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করায় বিভিন্ন পর্যায়ে ৮ জনকে ব্র্যান্ডিং বাংলাদেশ এওয়ার্ড প্রদান করা হয়।

এওয়ার্ড প্রাপ্তরা হলেন- ড.শাহ আলম।(এডুকেশন), ফারিয়েল খান (ক্রিয়েটিভিটি), ডা.পি কে চৌধুরী আবির (হেল্থ), আইনুল হক (সোশাল ওয়ার্কার), ফাতেমা জাহরা, (বেস্ট স্টুডেন্ট),শাগীর আহমেদ (আই.টি), নাসির উদ্দিন (বেস্ট ইম্পোর্টার), হাসান আবু বকর (স্পোর্টস), রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ও সংগঠনের নতুন লগ ও ওয়েভসাইট উন্মোচন করেন।
 

পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।


 

 


সিলেটভিউ২৪ডটকম/আশফাক/এসডি-৫৮