বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভার ৬৯ ভোট কেন্দ্রের ৫৬ কেন্দ্রে প্রায় ৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন মোটরসাইকেল প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজির উদ্দিন।


সহকারি রির্টার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যে কন্ট্রোল রুমে ৬৯টি কেন্দ্রের মধ্যে ৫৬ কেন্দ্রের ফলাফল পৌঁছেছে। প্রিসাইডিং অফিসারগণের জমা দেওয়া ফলাফল শিট অনুযায়ি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোয়েব আহমদের ঘোড়া প্রতীকের চেয়ে প্রায় ৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন মোটরসাইকেল প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজির উদ্দিন। এতে ধরে নেওয়া যায় জয়ের পথে তিনি এগিয়ে যাচ্ছেন।



উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার দীপক কুমার রায় জানান, ৬৯টি ভোট কেন্দ্রের বেশ কয়েকটি দূরবর্তী স্থানে অবস্থিত। সব কেন্দ্রের ফলাফল না আসা পর্যন্ত ফলাফল ঘোষণা করা যাচ্ছে না। তবে রাত সাড়ে ৭টা পর্যন্ত ৫৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। সেগুলো অনুযায়ি প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থী সোয়েব আহমদের ঘোড়া প্রতীকের চেয়ে প্রায় ৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন মোটরসাইকেল প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজির উদ্দিন।

 

 

সিলেটভিউ২৪ডটকম / লাভলু/ নাজাত