সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান । বিকাল ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বোলিং বেছে নিয়েছেন।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে তিন পেসার রেখেছেন সাকিব। ওয়ানডে সিরিজে ভালো করতে পারেননি আফিফ হোসেন। টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির একাদশে নেই তিনি।


বাংলাদেশ একাদশ>>

লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ>>

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও ফরিদ মালিক।

এ ম্যাচের আগে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে ৯ বার। তাতে স্বাগতিকদের জন্য আছে শুধু হতাশা। ৬ ম্যাচে হারের বিপরীতে সাকিবদের জয় মাত্র ৩টিতে!

দুই ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। বাংলাদেশের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে