দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জ্ঞান-সৃষ্টি ও গবেষণায় এগিয়ে থাকতে হবে। অন্যান্য প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কার্যপরিধির মূল পার্থক্য হলো তাঁদের জ্ঞান সৃষ্টি ও গবেষণা কর্মে। শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হলে শিক্ষকদের জ্ঞানসমৃদ্ধ, কুশলী ও দক্ষ হতে হবে। যোগ্য, দক্ষ ও গবেষণাকর্মে একাগ্র শিক্ষকদের অবদানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে। আমরা শিক্ষার্থীদের কেবল শ্রেণিকক্ষ ও বই-পুস্তকের মধ্যেই আবদ্ধ রাখতে চাই না; তাদের জ্ঞানার্জন, জ্ঞানসৃষ্টি, চিন্তা, বিবেচনাবোধ ও জানার পরিসর থাকবে ব্যাপক। শিক্ষকদের কেবল শিক্ষার্থীদের কাছেই নয়, সমাজের জন্যও অনুসরণীয় ও অনুকরণীয় হতে হবে।’

রোববার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত বিভিন্ন বিভাগে নতুন যোগদানকারী শিক্ষকবৃন্দের দুইদিনব্যাপী ইনডাকশন প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক দেবাশিষ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, ইংরেজি বিভাগের প্রধান ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. রমা ইসলাম প্রমুখ।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা বলেন, ‘স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট বিশ্ববিদ্যালয়। আর স্মার্ট বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষকদের স্মার্ট হতে হবে। সেজন্য শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করার বিকল্প নেই।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে