দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও জাতীয় পার্ট। সিলেট বিভাগের ৪ জেলার ১৯টি আসনের সবকটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ আর গতকাল ১৫টিতে প্রার্থীর নাম ঘোষনা করেছে জাপা।
 

সিলেট বিভাগের ৪ জেলার ১৯টি আসনের মধ্যে ৮টিতেই নতুন মুখ এসেছে। এর মধ্যে সিলেটের ছয়টি আসনের মধ্যে একটিতে, মৌলভীবাজারের চারটি আসনের মধ্যে দুটিতে, হবিগঞ্জের চারটি আসনের মধ্যে দুটিতে ও সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটিতে বর্তমান সংসদ সদস্যরা বাদ পড়েছেন। তাঁদের জায়গায় নতুন আটজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।


আর সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্ট চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এতে সিলেটের ১৫টি আসনে মনোনীত প্রার্থী ঘোষাণা করা হয়। যেখানে সিসিক নির্বাচনে প্রার্থী হওয়া জাপা নেতা নজরুল ইসলাম বাবুলের নাম রয়েছে। নতুন মুখের তালিকায় রয়েছে সুনামগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন পাওয়া নাজমুল হুদা হিমেলের নাম। এছাড়া রয়েছে বেশ কয়েকটি নতুন মুখ।


সিলেট বিভাগের ৪ জেলার ১৯টি আসন আওয়ামী লীগের প্রার্থীরা হলেন-

সিলেট-১ (সদর–সিটি করপোরেশন) আসনে এ কে আব্দুল মোমেন, সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ–গোয়াইনঘাট–জৈন্তাপুর) আসনে ইমরান আহমদ, সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে মাসুক উদ্দিন আহমদ, সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে নুরুল ইসলাম নাহিদ।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর–ধর্মপাশা–জামালগঞ্জ) আসনে রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–দক্ষিণ সুনামগঞ্জ) আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনে মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে মুহিবুর রহমান মানিক।

মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে মোহাম্মদ জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে মো. আবদুস শহীদ।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে মো. মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ–বানিয়াচং) আসনে ময়েজ উদ্দিন শরীফ, হবিগঞ্জ-৩ (সদর–লাখাই–শায়েস্তাগঞ্জ) আসনে মো. আবু জাহির ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে মো. মাহবুব আলী দলীয় মনোনয়ন পেয়েছেন।

 
সিলেট বিভাগের ৪ জেলার ১৫টি আসন জাতীয় পার্টর প্রার্থীরা হলেন-

সিলেট-১ (সদর–সিটি করপোরেশন) আসনে নজরুল ইসলাম বাবুল, সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে আতিকুর রহমান আতিক, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ–গোয়াইনঘাট–জৈন্তাপুর) আসনে এটি এম তাজ রহমান, সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে সাব্বির আহমদ ও সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন।
 
সুনামগঞ্জ-১ (তাহিরপুর–ধর্মপাশা–জামালগঞ্জ) আসনে মো. আব্দুল মান্নান তালুকদার, সুনামগঞ্জ-৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনে পীর ফজলুর রহমান মিজবাহ, সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে নাজমুল হুদা।

মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে আহম্মদ রিয়াজ উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আব্দুল মালিক, মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে রুহুল আমিন।
 
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে এম. এ. মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-৩ (সদর–লাখাই–শায়েস্তাগঞ্জ) আসনে আব্দুল মুমিন চৌধুরী, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আহাদ উদ্দিন চৌধুরী শাহীন হিমেল মনোনয়ন পেয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/নাজাত