সিলেটের জৈন্তাপুরে জলবায়ু ন্যায্যতার দাবিতে নদীর তীরে সমাবেশ হয়েছে। শনিবার (৯ডিসেম্বর) সকালে সারী নদীর তীরে জলবায়ু উদ্বাস্তুদের ব্যনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ 

এতে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশের প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষ তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন৷
 
সমাবেশে বক্তারা বলেন, 'জলবায়ু পরিবর্তনের জন্য দায়ি ধনী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে সমবণ্টন নিশ্চিত করতে হবে।'


সমাবেশে সারী নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদি বলেন, 'জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে কম দায়ি যারা, তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন। আবার যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত; জলবায়ু অভিযোজনে তারাই সবচেয়ে কম সক্ষমতাসম্পন্ন।'

এই সংকট মোকাবেলায় জলবায়ু ন্যায্যতার দাবি খুবই গুরুত্বপূর্ণ মনে করেন তিনি৷ 

তাই জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ধনী দেশগুলোকে বাধ্য করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন ‘বর্তমানের যে জলবায়ু সংকট, তা মানবসৃষ্ট। নানাভাবে আমরা পরিবেশকে নষ্ট করছি। সংরক্ষিত বনাঞ্চলগুলো বিভিন্ন লাভজনক প্রকল্পের আওতায় এনে প্রতিনিয়ত তা ধ্বংস করছি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছি। জলবায়ু সংকটের জন্য দায়ি ধনী দেশগুলোকে জলবায়ু সংকট মোকাবেলায় যথাযথ উদ্যোগ গ্রহণে বাধ্য করতে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।'

এ ছাড়া সার্বজনীন মানবাধিকারের বিষয়গুলো জলবায়ু পরিবর্তনের আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত বলে জানান আব্দুল হাদি৷

তিনি বলেন, মানবাধিকার  লঙ্ঘনের সঙ্গে জড়িত রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক হিসেবে কাজ করছে৷ 

বর্ণবাদী ও উপনিবেশবাদ উদ্ভুত ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের হামলা অনতিবিলম্বে বন্ধ ও অবোরোধ প্রত্যাহার, জীবাশ্ম জ্বালানি উৎপাদন-ব্যবহার ও পরিবহন থেকে দ্রুততা ও ন্যায্যতার ভিত্তিতে বের হয়ে এসে নবায়নযোগ্য সবুজ জ্বালানী ব্যবহার নিশ্চিত করা, ভ্রান্ত ঋণ নীতি ও শর্তহীন জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, লিঙ্গ সমতা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি ওই সমাবেশ থেকে জানানো হয়েছে৷ 

ওয়াটার কিপার্স বাংলাদেশ, সারী নদী বাঁচাও আন্দোলন ও ঐশীর যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধ আমীর আলী। এতে আরও  অংশ নেন  জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, আওয়ালীগ নেতা সিরাজুল হক, শ্রমিক নেতা গোলাম মোস্তফা, দরবস্ত তরুন সংঘের সহ সভাপতি আজির উদ্দিন, সাংবাদিক সোহেল আহমদ, দৈনিক আলোকিত সিলেটের ফটো সাংবাদিক হোসেন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আখলাকুল, বদরুল ইসলাম, জসিম উদ্দিন, তোফায়েল, মাসুক আহমদ প্রমুখ। 

সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ/ নোমান