এক দিনের মাথায় সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল পেঁয়াজের দাম। যেখানে গতকাল শুক্রবার সকালে সিলেটের প্রধান পাইকারি আড়ত  কালীঘাটে পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ টাকা কেজি দরে। আর সন্ধ্যা বেলায় ১৫০ টাকায় বিক্রি হয়। আজ শনিবার ২০০ টাকা ছাড়িয়েছিল পেয়াজের দর। এমন অবস্থায় বসে থাকেনি সিলেটের ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।  

শনিবার দুপুরের দিকে সিলেটের কালীঘাট ও সুবহানীঘাটে পেঁয়াজের আড়তে অভিযান চালায় তারা। এসময় দুটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  
 
ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্ত সিলেটভিউকে বলেন, অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি ও পেয়াজ কেনার রশিদ না থাকায় দুটি দোকানকে এ জরিমানা আদায় করা হয়। বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের আরেক সহকারি পরিচালক আরিফ মিয়া। 


সিলেটভিউ২৪ডটকম/জুনেদ