দেশের উচ্চশিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির ৪১তম অ্যাকাডেমিক কাউন্সিল ও ৩০তম সিন্ডিকেটের সভা বৃহস্পতিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৩টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, মেট্রোপলিটন ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান ড. রমা ইসলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. মাহফুজুল হাসান, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. এমরান উদ্দিন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান নওশাদ আহমেদ চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রধান মো. গোলাম মুক্তাদীর, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী প্রমুখ।


এদিকে বিকেল ৪টায় সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। এতে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. মাহফুজুল হাসান, ডেপুটি রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী প্রমুখ।

উক্ত সভাদ্বয়ে বিগত সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন, বিগত সেমিস্টারের (সামার সেমিস্টার ২০২৪) পাশকৃত শিক্ষার্থীদের ফলাফল, গ্র্যাজুয়েটদের ডিগ্রি, মেয়াদ উত্তীর্ণ রেজিস্ট্রেশন, শিক্ষক নিয়োগ, পদোন্নতি, শিক্ষা ছুটি, পরীক্ষা কমিটি ও অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুমোদন করা হয় এবং ৪র্থ সমাবর্তনের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে