শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা গত ২৩ মার্চ সিলেটের মীরবক্সটুলার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রতাপ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মোতাহের হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর  প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. দিলারা রহমান, প্রফেসর ড. জায়েদা শারমিন, প্রফেসর ড. ফাহমিদা আক্তার ডলি, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফাখরুছ ছালাম সোহেল, সহকারি অধ্যাপক মুহাম্মদ এমদাদুল হক, সহকারি অধ্যাপক হাজেরা আক্তার, প্রত্যুষ তালুকদার, রহিমা খাতুন, নূর উদ্দিন, আজিজুর রহমান সোহাগ, সন্তু রঞ্জন মল্লিক, ড. বায়েজীদ আলম, সালমা আক্তার, সোয়েব আহমেদ খান, শাহিন আলম, গুলজার আহমেদ, আতিকুর রহমান, ইয়াহিয়া আহমেদ, জাকির হোসেন, ইয়াস উদ্দিন, মুসা আহমেদ, সারওয়ার হোসেন, আল আমীন রাসেল, চৌধুরী সালমান মাজহার, মাসুক আলম, মোস্তাফিজুর রহমান, শামীম আহমেদ, রাজ্জাক জামান, মাসুদ করিম, আব্দুল হান্নান রনি, শফিউল আলম, তোফায়েল আহমেদ, সরদার মনসুর আহমেদ, তানভীর আল হাসান, সৌরভ চক্রবর্তী, আরাফ আহমেদ, জসিম শেখ, ফারজানা জুলি, শাহ সুলতান রাসেল, পিএসএস সোসাইটির মোবাশ্বের হাসান সাধারন সম্পাদক মমিন উদ্দিন, মনসুর আলম নীরব, তানিম আহমেদ প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসি কলেজের প্রফেসর ড. মো. আসিরুল হক ও জালালাবাদ গ্যাসের  ব্যবস্থাপক (প্রশাসন) এম এ মাসুদ খান।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে