সিলেটের গোলাপগঞ্জে আসন্ন ৮মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন- 'আমি নির্বাচিত হলে আমার প্রথম পরিকল্পনা থাকবে রাস্তাঘাটের উন্নয়ন। উপজেলার বিভিন্ন এলাকার সড়কের বেহাল দশা। আজ বাদেপাশা ও ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি মানুষ কতটা কষ্ট আছে। আপনারাই তো বিগত দিনে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছিলেন, তারা এখন কোথায়? রাস্তাঘাটের এতো এতো উন্নয়ন শুনি সেই উন্নয়ন কোথায় গেছে? আমাকে আপনারা একটিবার ভোট দিয়ে নির্বাচিত করুন, আপনাদের সাথে নিয়েই আমি রাস্তাঘাটের উন্নয়ন করব ইনশাআল্লাহ।'

 


বুধবার (২৭ মার্চ) রাত ১০টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কাটাখালের পাড় ও খুলিয়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

মতবিনিময় সভায় ইউপি সদস্য মঈন উদ্দিন পাখি মিয়ার সভাপতিত্বে ও কাটাখালের পাড় কমিউনিটি ক্লিনিকের সি.এইচ.সি.পি শ্রী মুকুন্দ রাম দাসের পরিচালনায় বক্তব্য রাখেন-পূজা উদযাপন পরিষদ ভাদেশ্বর ইউনিয়নের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস, সমাজসেবী চিত্তরঞ্জন দাস, নিখিল বিশ্বাস। 

 

এছাড়াও উপস্থিত ছিলেন- ময়নুল হক, মন্টু বিশ্বাস, আব্দুল ওয়াদুদ, রশিদ আহমদ, আব্দুল কুদ্দুস, ঋষিকান্ত দাস, মুনু মিয়া, মজনু মিয়া, আব্দুর রউফ, শিশির দাস, সুধাংশু দাস প্রমুখ। 

 

এর আগে বুধবার বিকেলে বাদেপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডেপুটি বাজার জামে মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লীদের সাথে সৌজন্যে স্বাক্ষাত ও ডেপুটি বাজারে গণসংযোগ, একই ইউনিয়নের কেওটকোনা গ্রামে বুরহান উদ্দিনের বাড়িতে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল ও ৭নং ওয়ার্ডের দক্ষিণ আলমপুর গ্রামে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম / প্রেবি