অন্তত এক সপ্তাহের জন্য আইপিএল থেকে গেলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। কাঁধের ইনজুরির কারণে খেলতে পারবেন না তিনি। এমনকি ধাওয়ানকে এক সপ্তাহের বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে পারে।

শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারের পর বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের কোচ সঞ্জয় বাগার। তিনি জানান, বেশ কয়েক দিনের জন্য খেলার বাইরে চলে যাচ্ছে ধাওয়ান। অন্তত ৭-১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে তার।


ইনজুরিতে থাকার কারণে আইপিএলের দু্টি ম্যাচ খেলতে পারবেন না ধাওয়ান। আগামী ১৮ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স ও ২১ এপ্রিল গুজরাট টাইটানসরে বিপক্ষে তিনি দলে থাকতে পারবেন না।

পাঞ্জাব কোচ বলেন, ‘তার কাঁধে চোট রয়েছে। তাই অন্তত কয়েকদিনের জন্য বাইরে থাকার সম্ভাবনা রয়েছে। শিখরের মতো একজন অভিজ্ঞ ওপেনার, যার এই জাতীয় উইকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে; এমন একজনের দলে থাকাটা অত্যান্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে, কীভাবে চিকিৎসায় সাড়া দেয় ধাওয়ান। এই মুহূর্তে মনে হচ্ছে অন্তত সাত-দশ দিনের জন্য সে কাজের বাইরে থাকতে পারেন।’

গতকাল রাজস্থানের বিপক্ষে টস করতে নামেননি ধাওয়ান। তার পরিবর্তে টস করতে নেমেছেন স্যাম কারেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৬৪০


সূত্র : জাগোনিউজ