সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা ‘পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ’র প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক ফুটবল ফেস্ট অনুষ্ঠিত। এতে ২০২০ ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রবিবার (১৪ এপ্রিল) সকাল ৮ হতে দিনব্যাপী টুর্নামেন্টে বিভিন্ন ব্যাচের ১২টি দল অংশগ্রহণ করে। খেলার সমাপ্তি শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার তুলে দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রভাষক নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন ‘আজকের ফেস্টে অভিনন্দন জানাচ্ছি ২০২০ ব্যাচকে যারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে । একেই সাথে রানার আপ দল ২০১৩ ব্যাচকে অভিনন্দন জানাচ্ছি। সব মিলিয়ে খুব সুন্দর ও বর্নিল একটি দিন অতিবাহিত হলো।’
পুরুষ্কার বিতরনকালে আরো উপস্থিত ছিলেন পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল আহমদ, সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল কাদির রতন, বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব সাজ্জাদুর রহমান, পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মো: জুলহাস মিয়া, সুনামগঞ্জের পোস্টমাস্টার আব্দুল বারিক ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মলয় শর্মা প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ নোমান