হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক হাজার তিনশ’ কেজি (২৬ বস্তা) ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বদলপুর ইউনিয়নের পাহারপুর বাজারের জিসান ষ্টোর থেকে চিনিসহ তাদের আটক করা হয় বলে জানান থানার ওসি মো. ডালিম আহমেদ ।

 


আটককৃত হলেন, জিসান ষ্টোরের মালিক সুনামগঞ্জের শাল্লা উপজেলার প্রতাপপুর গ্রামের কেতকি দাসের পুত্র রামলাল দাস (৫০) এবং  বানিয়াচং উপজেলার মিয়াখানি গ্রামের সুলীন আলী খাঁনের পুত্র ইমন আলী খাঁন (২৫)। 

 

ওসি বলেন, তাদের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত বেশ কিছুদিন যাবত উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি চক্র বিভিন্ন পন্থায় অবৈধ ভারতীয় চিনি উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করে আসছে । এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল বদলপুর ইউনিয়নের পাহারপুর বাজারে অভিযান চালিয়ে জিসান ষ্টোর থেকে ২৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করে; যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ৪৯ হাজার ৭শ’ ৬০ টাকা। এসময় ওই দুজনকে আটক করা হয়। 

 

সিলেটভিউ২৪ডটকম/ মিলাদ/ নোমান