গোলাপগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

খরিপ-১ এর মৌসূমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আউশ প্রনোদণা কর্মসূচীর আওতায় এ সার ও বীজ বিতরণ করা হয়।


এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।

উপসহকারী কৃষি কর্মকর্তা মনছুর আলমের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান ও সৈয়দ মিছবাহ উদ্দিন।

অনুষ্টানের পর উপজেলার ২ হাজার ৪০০ প্রান্তিক কৃষকদের মধ্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।


 


সিলেটভিউ২৪ডটকম/হারিছ/এসডি-১৬৮৭