সিলেটে গত কয়েক দিন ধরে গরমে হাঁসফাঁস করেছেন মহানগরবাসী। দিনে অস্বস্তি নিয়ে কাজকর্ম করার পর রাতে স্বস্তির ঘুমও কেড়ে নিয়েছে উত্তাপ। এমন পরিস্থিতি থেকে স্বস্তি পেতে অনেকেই অপেক্ষা করছিলেন বৃষ্টি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেটে নামে স্বস্তির বৃষ্টি।

 


ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সিলেটে নামে বৃষ্টি, যা নিয়ে স্বস্তি প্রকাশ করেন অনেকে।

 

মাহানগরবাসী বলছেন, একই কয়েক দিনের গরমের পর এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। তবে বৃষ্টিতে স্থবির হয়ে পড়ে জনজীবন। অনেকেই বিভিন্ন শপিং মল বা মার্কেটে ঠাই জমান। রাস্তায় যানবাহনের পরিমাণ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছিল, সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

বৃষ্টি হলেও সিলেটের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত