শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার বেলা পৌনে ১১টায় বঙ্গবন্ধু  শেখ মুজিবুর  রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।


এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, আজকের এই দিনে প্রবাসী সরকার গঠনের ফলেই বাংলাদেশ  নামক দেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তাই এই দিনে জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন,  কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক  সমিতির সভাপতি,  ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, হলের প্রভোস্টবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার,  হিসাব পরিচালক, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ-সহায়ক কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন  এবং পরিবহন সমিতির নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৭১৯