মৌলভীবাজার পৌরসভার ৪ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
 

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার বড়কাপন এলাকায় মেয়র ফজলুর রহমান প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
 


এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকীবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জালাল আহমেদ, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ আহমেদ এবং পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

মৌলভীবাজার পৌরসভা কার্যালয় সুত্রে জানা যায়, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ নং ওয়ার্ডের বড়কাপন জামে মসজিদ সড়ক উন্নয়ন প্রকল্পের ৬৪০ মিটার রাস্তার চুক্তি মুল্য ১ কোটি ৬২ লাখ টাকার বেশী এবং একই এলাকার বড়কাপন জামে মসজিদ সড়কের ড্রেনে নির্মাণ ২ কোটি ১৫ লাখ টাকার বেশী।
 

পৌরসভাজুড়ে অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নাগরিকরা যে সুবিধা ভোগ করছে, বর্তমানে চলমান দুটি প্রকল্প বাস্তবায়ন হলে নাগরিকের জীবনমান আরও উন্নত হবে।


 


সিলেটভিউ২৪ডটকম/তমাল/এসডি-১৭৩৫