বটেশ্বর পিউলী সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ-উল-ফিতর ২০২৪ র‍্যাফেল ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

 


 

 

আজ (১৯ এপ্রিল) বটেশ্বর বাজারস্থ পিউলী সুপার মার্কেটের সম্মুখে বিকাল ৩ ঘটিকায় পিউলী সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি সোলমান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ আহমদের সঞ্চালনায় উক্ত র‍্যাফেল ড্র ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পিউলী সুপার মার্কেটের ম্যানেজার জুনাব আলী।

 

 

 

এতে প্রধান অতিথির বক্তব্যে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ বলেন, পিউলী মার্কেট একটি আদর্শ মার্কেটের রূপ ধারণ করেছে ক্রেতাসাধারণের কাছে। নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাই করতে এ মার্কেট বিশেষ ভূমিকা রাখছে।

 

 

 

তিনি আরও বলেন, খাদিমপাড়া ইউনিয়ন ও চিকনাগুল ইউনিয়নের মানুষের মধ্যে গভীর ভ্রাতৃত্ববোধ তৈরি করেছে পিউলী সুপার মার্কেট। ভবিষ্যতে এ মার্কেট আরও অগ্রণী ভূমিকা রাখবে।

 

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ফরিদ মিয়া, ৪ নং ওয়ার্ডের সদস্য জুবের আহমদসহ পিউলী সুপার মার্কেটের ব্যবসায়ীবৃন্দ, ক্রেতাসাধারণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ প্রমুখ।

 

 

 

উল্লেখ্য, র‍্যাফেল ড্র বিজয়ীরা টুকেন মিলিয়ে উপহার বুঝে নিতে পারবেন পিউলী সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ পরিষদের কাছ থেকে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম / মাহি / ডি.আর