দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিবহন বহরে নতুন একটি বাস সংযোজিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এ বাসটি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহন সুবিধাকে আরও প্রসারিত করবে।

রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টায় প্রশাসনিক ভবনের সম্মুখে ফিতা কেটে নতুন বাস পরিষেবার যৌথভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্ন থেকে কর্মরত, বর্তমান পরিচালক (অর্থ) মো. ইনামুল হক ও সিনিয়র অফিস সহকারী রফিক আহমেদ।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, স্কুল অব হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস এর ডিন প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক, স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিকস এর ডিন ও প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, স্কুল অব ল এর ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ, রেজিস্ট্রার তারেক ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগের প্রধান ড. এম জেড আশরাফুল, আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক ও ইংরেজি বিভাগের প্রধান ড. রমা ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. মাহফুজুল হাসান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান চৌধুরী নওশাদ আহমদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, অর্থনীতি বিভাগের প্রধান মো. গোলাম মুক্তাদীর, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় ভারপ্রাপ্ত প্রধান মো. কামরুল হাসান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক দেবাশিষ রায়, ভাষা সৈনিক মতিনউদ্দিন জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী প্রমুখ।

এ ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন নুতন এ বাসটি আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে উল্লেখযোগ্য অবদান রাখবে।” তিনি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে