আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত বিয়ানীবাজার উপজেলার ২০টি কৃষক দলের প্রত্যেকটির মধ্যে বিনামূল্যে একটি করে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে।
 

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।

 

উপজেলা কৃষি অফিসার লোকমান হেকিমের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশণার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ।

কৃষি অফিস সূত্র জানায়, এ বছরে বিয়ানীবাজার উপজেলায় ৩৫ হেক্টর জমিতে ভুট্টার চাষাবাদ করা হয়। গতবছর মাড়াই যন্ত্রের অভাবে অনেক কৃষক ভালো লাভবান হতে পারেনি। এ বছরে এই যন্ত্রের মাধ্যমে ভুট্টা মাড়াই করা অনেক সহজ হবে এবং কৃষকরা লাভবান হতে পারবে। আশা করা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আগামী বছর বিয়ানীবাজার উপজেলায় ভুট্টার আবাদ আরো বৃদ্ধি পাবে।

 

সিলেটভিউ২৪ডটকম/হাফিজুর/এসডি-১৮০৭