৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে  প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
 

প্রার্থীদের যাচাই- বাছাইয়ে চেয়ারম্যান পদে গোয়াইনঘাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ ফারুক আহমদের মনোনয়ন বৈধ হয়েছে এবং ঋণ খেলাপির দায়ে সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহআলম স্বপনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
 


এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মরিয়ম বেগম এর ট্যাক্স সনদ না থাকায় মনোনয়ন পেন্ডিং রয়েছে।
 

ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেম গোয়াইনঘাট উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াইনঘাট পশ্চিম উপকমিটির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, সাংবাদিক  মো: ইসমাইল আলী, লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন যাদের বৈধ রয়েছে সেসব প্রার্থীরা হলেন নাম গোয়াইনঘাট উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান  দেওয়া হলো মোছা: আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি।


 


সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-১৮০৮