তীব্র গরমে সারাদেশে হিট এলার্ট জারি রয়েছে। অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, মারাও গেছেন বেশ কয়েকজন। সারাদেশের মতো সিলেটের মানুষও খানিকটা গরমে অস্বস্তিতে রয়েছেন। তবে এই গরমে সবচেয়ে বেশী ঝুঁকিতে রয়েছেন সিলেটের হাজার হাজার গর্ভবতী নারী।
 

বিশেজ্ঞরা বলছেন, শরীরের তাপ নিয়ন্ত্রণ সক্ষমতায় প্রভাব ফেলেছে চলমান অতিরিক্ত তাপপ্রবাহ। ঝুঁকি বাড়ছে গর্ভবতী মা ও অনাগত সন্তানের। এর মধ্যেই প্রসবপূর্ব সেবা বা অ্যান্টিনেটাল কেয়ার (এএনসি) গ্রহণ কমিয়ে দিয়েছেন গ্রামাঞ্চলের গর্ভবতী নারীরা।
 


জানা গেছে, চলমান তাপপ্রবাহের কারণে প্রসবপূর্ব সেবা নিতে না যাওয়ার প্রবণতা গ্রামাঞ্চলের নারীদের মধ্যেই বেশি।
 

সিলেট বিভাগে গত মার্চ পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিবন্ধনকৃত গর্ভবর্তী নারীর সংখ্যা ছিল ৮০ হাজার। ওই পরিসংখ্যানের বাইরে স্বাস্থ্য অধিদপ্তরের সেবা প্রতিষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভা এবং বিভিন্ন পর্যায়ের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক নারী প্রসবপূর্ব সেবা নিচ্ছেন।
 

সিলেটের সিভিল সার্জনের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তীব্র গরমের কারণে প্রান্তিক জনপদের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সব ধরনের সেবা গ্রহণকারীর সংখ্যা কমেছে। গর্ভবতী নারীরাও একটু ঝুঁকিতে রয়েছেন। তাদের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকে নির্দেশনা দেওয়া হয়েছে। সব ধরণে সেবা চালু  রয়েছে।


 


সিলেটভিউ২৪ডটক / মাহি