সিলেট পোস্টাল বিভাগের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ প্রধান ডাকঘরে এবং সিলেট জেলার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, গোলাপগঞ্জ,  বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জ উপজেলা ডাকঘরে এবং সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, তাহিরপুর, দিরাই, শাল্লা, জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক উপজেলা ডাকঘরে এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলা ডাকঘরে “স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট” চালুকরণের লক্ষ্যে উল্লিখিত প্রতিটি ডাকঘরে ০১ (এক) জন নারী ও ০১ (এক) জন পুরুষ উদ্যোক্তা নিযুক্তি/ নিয়োজনের জন্য পৃথক পৃথকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

 


 


বিজ্ঞপ্তিতে প্রদত্ত এই লিংক- http://bdpost. eksheba.gov.bd/ ব্যবহার করে সংশ্লিষ্ট উপজেলায় বসবাসরত কমপক্ষে এইচএসসি বা সমমান পাস এবং নূন্যতম ১৮ বছর বয়সের নাগরিকগণ নির্ধারিত তারিখ (২৫ এপ্রিল, ২০২৪খ্রি. হতে ০২ মে, ২০২৪খ্রি.) এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

 

 


বিস্তারিত জানতে ভিজিট করুনঃ  post.sylhetdiv.gov.bd

 

 

সরাসরি জানতে-
(মলয় কান্তি সরকার)
পোস্ট অফিস পরিদর্শক
পূর্ব উপ-বিভাগ, সিলেট-৩১০০
মোবাইলঃ ০১৭২৪-০৩৩৩১৮

 

 

 

সিলেটভিউ২৪ডটকম / ডি.আর