কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ২২ ও ২৩ এপ্রিল বাংলাদেশ সফর ও দুই দেশের মধ্যকার স্বার্থ-সংশ্লিষ্ট পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষরে দেশটিতে অবস্থানরত প্রবাসীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এ উপলক্ষে আনুষ্ঠানিকভঅবে চার লাখ প্রবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ পরস্পর শুভেচ্ছা বিনিময়কালে সফরকে ঘিরে উচ্ছ্বসিত আবেগ প্রকাশ করেন। তারা কাতারের আমিরকে চার লক্ষ প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।


রাজধানী দোহার একটি অভিজাত হোটেলের বলরুমে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন।

অনুষ্ঠানের আহবায়ক কফিল উদ্দিন ও যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন দুলালসহ এসময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা বোরহান উদ্দিন শরীফ, এস.এম. ফরিদুল হক, মোহাম্মদ নূরুল মোস্তফা খোকন, সভাপতিমন্ডলীর সদস্য শফিকুল ইসলাম  তালুকদার বাবু, শাহজাহান সাজু,  ইসমাইল মিয়া, রফিকুল ইসলাম হেলাল, সফিউর রহমান তপন, শহীদুল্লাহ হায়দার, বাশার সরকার, সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্য আমিন রসুল সাইফুল, আবু রায়হান, নূরু মোহাম্মদ নূর, অধ্যাপক আমিনুল হক, মাহবুবুর রহমান চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ আনা মিয়া, আহমেদ মালেক, মোস্তাফিজুর রহমান রিপন, নূরুল আবসার বাবুল, তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম প্রধান, আবদুল ওদুদ, মোখলেসুর রহামন, মোহাম্মদ নজরুল ইসলাম, দিদারুল আলম আরজু, নাসির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবুল হাসান,  হাসান বিল্লাহ, মহিউদ্দিন চৌধুরী, জাকির হোসেন বাবু, ইঞ্জিনিয়ার মোঃ সেলিম, আহমদ নবী নোমান, তাজ ঊদ্দিন, জাফর, সিরাজুল ইসলাম সিরাজ, মো: দুলাল উদ্দিন, শরিফুল ইসলাম আলম, সেলিম সরকার জিসান, আরিফুর রহমান, রেজাউল ইসলাম রেজু প্রমুখ।

আমিরের এ সফরে সম্পাদিক চুক্তি ও সমঝোতা সমূহের দ্রুত বাস্তবায়ন হলে দু’দেশের মধ্যকার বিদ্যামন সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

পরিশেষে দুই দেশের নাগরিকদের শান্তি ও সমৃদ্ধি কামনার পর নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


সিলেটভিউ২৪ডটকম/জেএ/পিডি