মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপদেষ্টা, কুয়েত ও ইয়েমেনে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত, নবম পদাতিক ডিভিশনের প্রাক্তন জিওসি এবং সাভার ও চট্টগ্রামের প্রাক্তন এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন (অব.) এর মা মরিয়ম বেগম আর নেই। আজ শুক্রবার (২৬ এপ্রিল) ভোর রাত সাড়ে ৪টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরিয়ম বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।


এক শোকবার্তায় তাঁরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ যাতে মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন, এই কামনাও জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, মৃত্যুকালে মরিয়ম বেগমের বয়স হয়েছিল ৯২ বছর। আজ জুম’আর নামাজের পর সিলেটের মেন্দিবাগ জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ শেষে মসজিদ পাশের কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে