যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র বিরুদ্ধে মামলার রায়ে সাজা প্রদান করে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।
 

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৫টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীর মুক্তিযোদ্ধা সংসদের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক প্রতিবাদ সমাবেশে শেষ হয়।
 


বিক্ষোভ মিছিল ও পরবর্তী প্রতিবাদ সমাবেশে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, “যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু-কে অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ে সাজা প্রদান করে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। জেল, জুলম আর মিথ্যা মামলা-হামলার ভয় দেখিয়ে এখন আর রাজপথের আন্দোলন দমানো যাবে না। এক যুগেরও বেশি সময় থেকে জনগণের উপর চাপিয়ে থাকা জুলুমবাজ অবৈধ সরকার গুম, খুন, হামলা ও গায়েবি মামলার ইতিহাস সৃষ্টি করেছে। এগুলোতে নেতাকর্মী আর দেশের গণতন্ত্রকামী জনগণ অভ্যস্ত হয়ে গেছে।”
 

তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে গণতন্ত্র উত্তরণের আন্দোলন চলছে, সেই আনোলনের সারথিরাই এই সরকারের বন্দিশালা ভেঙে অচিরেই সবাইকে মুক্ত করবে।’
 

অভিলম্বে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ গায়েবী মিথ্যা মামলায় কারান্তরীণ সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা।
 

এসময় উপস্থিত ছিলেন- তোফাজ্জল হোসেন বেলাল, কবির উদ্দিন, নজরুল ইসলাম, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, ফখরুল ইসলাম রুমেল, জি এম বাপ্পি, উসমান গনি, মকসুদুল করিম নোহেল, এনামুল হক চৌধুরী শামীম, ইসহাক আহমদসহ জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ছিলেন।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮৭১