আশির দশকে মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) এর ছাত্র, গনতান্ত্রিক ছাত্র আন্দোলন ও কলেজ ছাত্র সংসদের নেতৃবৃন্দ কলেজের ঐতিহ্য সংরক্ষণ ও সংস্কারের দাবি জানিয়েছেন।
 

কলেজের প্রাক্তন ছাত্ররা মঙ্গলবার (৩০ এপ্রিল) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ এর সাথে দেখা করে দাবিনামা সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
 


স্বারকলিপিতে দাবি জানান হয়: 
১. সিলেটের নির্মাণশৈলীতে ঐতিহ্যিক  ‘আসাম টাইপ ইউনিক হেরিটেজ’ এর নিদর্শন শতবর্ষী এমসি কলেজের বাংলা ও সমাজবিজ্ঞানের পুরাতন ভবন দুটি সিলেটের ইতিহাস ও স্থাপত্যশৈলীর ঐতিহ্যের স্মারক হিসেবে সংরক্ষণের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। কলা ভবন, লাইব্রেরি, কলেজ অফিস, অধ্যক্ষের বাসভবন ও কেন্দ্রীয় খেলার মাঠে গ্যালারী এসব প্রাচীন স্থাপনাসমূহ যথাযথ ভাবে সংরক্ষণের জোর দাবি জানাই।
 

২. কলেজের সকল পুরাতন ভবনের আশু সংস্কার কাজ অবিলম্বে করা হোক।

৩. দীঘি পরিস্কার ও খনন হোক এবং আগাছায় পূর্ণ বৃক্ষরাজির যত্ন নেওয়া হোক।"
 

স্মারকলিপিতে স্বাক্ষর কারী শতাধিক প্রাক্তন ছাত্রনেতৃবৃন্দের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন, এডভোকেট জাকির আহমদ, এডভোকেট মোশাহিদ আলী, ছাত্র সংসদের প্রাক্তন ভিপি ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, এজিএস আলতাফ হোসেন, মিলনায়তন সম্পাদক শাহরিয়ার হোসেন সেলিম , ছাত্রনেতা আব্দুল মালিক সহ আরো অনেকে।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮৮০