সিলেট মহানগরে বন্যা হওয়ার সম্ভাবনা কম আছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। অপ্রত্যাশিত বন্যা হয়ে গেলেও সব ধরণের প্রস্তুতি সিসিকের রয়েছে বলে জানান তিনি।

 


 


মঙ্গলবার (৭ মে) দুপুরে মহানগরের কিনব্রিজ এলাকায় সুরমা নদী পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের একথা বলেন। 

 

 

 

তিনি বলেন, সুরমা নদীর পানির লেভেল ১০.৮০ সেন্টিমিটারের বেশি বেড়ে গেলে বিপৎসীমা হিসেবে ধরা হয়। বর্তমানে পানির লেভেল ৭.৩৬ সেন্টিমিটারের নিচে রয়েছে। এতে ধারণা করা যাচ্ছে যে, সিলেট নগরীতে বর্তমানে বন্যা হওয়ার মত পরিস্থিতি নেই।

 

 

 

মেয়র আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের সাথে ইতিমধ্যে আলোচনা হয়েছে। যদি বন্যার পরিস্থিতি সৃষ্ঠি হয় সব ধরণের সহযোগিতার প্রস্তুতি রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের। 

 

 


এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম / সিসিক / ডি.আর