শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য বিষয়ক সংগঠন ’দিক থিয়েটার’র রজতজয়ন্তী উপলক্ষে পথনাটক উৎসব ও আনন্দ মেলার আয়োজন করেছে সংগঠনটি।

শুক্রবার ( ১০ মে ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি জাকির হোসেন।


তিনি বলেন, ১১ মে থেকে ১৩ মে ৩ দিন পথনাটক উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ মেলার আয়োজন করা হয়েছে।

শনিবার (১১ মে) সকাল ১০ টা হতে রাত ৯ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে ও অর্জুনতলায় আনন্দ মেলা চলবে।

এছাড়া শনিবার সকাল ১০ টায় দিক থিয়েটারের এ উৎসবের উদ্বোধন করা হবে।

একই দিনে বিকাল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথনাটক উৎসব চলবে।

 

সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে অংশগ্রহণ করবে সিলেটের মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদস্য পল্লবী দাস মৌ, শাবিপ্রবির শিক্ষার্থী আবুবকর মেহেরান এবং শাবিপ্রবির সংগঠন দিক থিয়েটার ও মাভৈঃ আবৃত্তি সংসদ।

 

দ্বিতীয় রবিবার (১২ মে) সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করবেন সিলেটের উদীচী শিল্পীগোষ্ঠী, থিয়েটার বাংলা ও নগরনাট।

 

তৃতীয়দিন সোমবার (১৩ মে) সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে থিয়েটার মুরারিচাঁদ, কথাকলি সিলেট ও নাট্যমঞ্চ সিলেটের সদস্যরা।


 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২০৭২