হবিগঞ্জের ঐতিহ্যবাহী জে কে এন্ড এইচকে হাই স্কুল অ্যান্ড  কলেজের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানকে ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উদযাপন পরিষদ।
 

উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল দশটায় পুকুর পরিষ্কার কর্মসূচি ও পরিবেশ রক্ষায়  'তরুণদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও শতবর্ষ উদযাপন পরিষদের যৌথ উদ্যোগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধরার কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল।


স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট মেট্রোপলিটন ইউনিভারসিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল হাসান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ আঞ্চলিক শাখার সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সিনিয়র শিক্ষক শেখ কামাল হোসেন, শতবর্ষ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শফিকুর রহমান সিতু, প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ সামি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসমান গনি রুমি।

আলোচনা সভায় প্রধান অতিথি শরীফ জামিল বলেন, 'তরুণরাই দেশ এবং বিশ্ব পরিবর্তনের ধারক ও বাহক। তরুণদের পরিবেশ সচেতন হওয়া প্রয়োজন। একটি স্কুলের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনীকে কেন্দ্র করে পুকুর পরিষ্কারের উদ্যোগ সত্যিই ব্যতিক্রম ও প্রশংসনীয়। এভাবে সারাদেশে শিক্ষার্থীরা পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় উদ্যোগী হলে আমাদের ধরিত্রী আরো নির্মল থাকতো। যে যার অবস্থান থেকে পারেন পরিবেশ সংরক্ষণে উদ্যোগী হোন।'
 

অনুষ্ঠানের সভাপতি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন,  'শত বছর পূর্তি অনুষ্ঠানটিকে আমরা হবিগঞ্জের জন্য একটি স্মারক হিসেবে রেখে যেতে চাই। পরিবেশ সংরক্ষণ বিষয়ক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা আরো পরিবেশ সচেতন হবে। এভাবে নতুন প্রজন্মের মাঝে পরিবেশের গুরুত্ব ছড়িয়ে দিতে হবে। আমি বিশ্বাস করি আজকে যারা পুকুর পরিষ্কার কর্মসূচিটা অংশগ্রহণ করবেন ভবিষ্যতে তাদের মাধ্যমে পরিবেশ এবং পরিবেশের কোন ক্ষতিকর কাজ সংগঠিত হবে না। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস রাষ্ট্র ও সমাজে বড় ভূমিকা রাখতে পারে। পরে তিন একর আয়তনের পুকুরটি পরিষ্কারের কাজ শুরু হয়।

আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য  জে. কে. এন্ড এইচ হাইস্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পুকুর পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮