বিধানসভা ভোটের ইস্তাহারেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঘোষণা করেছিল তৃণমূল সরকার। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হলো।

বুধবার (৩০ জুন) থেকে চালু হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এর মাধ্যমে যে কোনো রাজ্য ও জাতীয় স্তরের পরীক্ষার ফর্ম ফিল-আপের ফি দিতে পারবেন শিক্ষার্থীরা। দেওয়া যাবে স্নাতক-স্নাতকোত্তর, যেকোনও ডিপ্লোমা, ডক্টরেট, পোস্ট ডক্টরেটের টিউশন ফি।


বুধবার রাজ্য সচিবালয় নবান্নে এক সাংবাদিক সম্মেলনে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, যারা টানা ১০ বছর এই রাজ্যে রয়েছেন তারাই এই সুবিধা পেতে পারেন। ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণ নিতে পারবেন। চাকরি পাওয়ার পর ১৫ বছরে অত্যন্ত কম সুদে সেই টাকা পরিশোধ করার সুযোগ থাকবে। দশম শ্রেণি থেকেই ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা মিলবে।

একইসঙ্গে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ইউপিএসসি, ডব্লুবিসিএসসহ রাজ্য ও জাতীয় স্তরের যেকোনো পরীক্ষার কোচিং ক্লাসে এই কার্ড দিয়ে ফি মেটানো যাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-৪