গোলাপগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কতৃক নিবন্ধিত সংগঠন গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের উদ্যাগে মহামারি করোনার এই কঠিন সময়ে গোলাপগঞ্জ উপজেলাবাসীর জন্য ফ্রি অক্সিজেন সেবা সার্ভিস চালু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে ঢাকা দক্ষিণ ফিজিওথেরাপি সেন্টার মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।


প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, করোনার মহামারিকালে এই ধরণের উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। এই উদ্যোগের সাথে সম্পৃক্ত সকলকে কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হৃদয়বানদের এগিয়ে আসারও অনুরোধ জানান।

ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ দিদার আহমদের কোরআন তেলাওয়াত ও ক্লাবের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির রুবেলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুদর্শন সেন, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমীন, সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র নাথ, বিশিষ্ট মুরব্বী আব্দুর নূর মসলাই, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, ঢাকা দক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, বিশিষ্ট সমাজসেবক নজমুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সমাজ সেবক কামরুজ্জমান কামরুল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফসর প্রমুখ।

উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সভাপতি মান্না আহমদ, সহ সভাপতি রাজন লাল দাশ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক রিফাত আহমদ, ধর্ম বিষয় সম্পাদক হাফিজ দিদার আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম মাহের, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহদি ইসলাম, সিনিয়র সদস্য মেহেদী তাহমিদ, আবু বক্কর ছিদ্দিক, নজরুল ইসলাম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/পিডি/কেআরএস