থাইরয়েড হলো একটি প্রজাপতি গ্রন্থি। যা নীচের ঘাড়ের মাঝখানে অবস্থিত। যদিও এটি একটি ছোট অঙ্গ। থাইরয়েড শরীরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গ্রন্থি ৩ ধরনের হরমোন উৎপন্ন করে। যা আমাদের শরীরের বৃদ্ধি, কোষ মেরামত ও বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে।

হরমোন উৎপাদনে ভারসাম্যহীনতা, ক্লান্তি, চুল পড়া, ওজন বৃদ্ধি, অতিরিক্ত ঠান্ডা লাগাসহ নানা সমস্যা থাইরয়েড রোগের লক্ষণ। যা থাইরয়েড ব্যাধি নামে পরিচিত। থাইরয়েডের সমস্যা গুরুতর হয়ে উঠলে এর প্রভাব পড়ে চোখেও।


কারণ রোগটি গুরুতর পর্যায়ে গেলে ইমিউন সিস্টেম চোখের চারপাশের পেশী ও অন্যান্য টিস্যুতে আক্রমণ শুরু করে। এর ফলে চোখে প্রদাহহের সৃষ্টি হয় এমনকি দৃষ্টিশক্তিও হারিয়ে যেতে পারে। এই অবস্থাকে থাইরয়েড চোখ বা থাইরয়েড আই বলা হয়।

থাইরয়েড চোখের সমস্যার কারণ

থাইরয়েড সম্পর্কিত চোখের জটিলতা তখনই ঘটে যখন শরীরের ইমিউন সিস্টেম চোখের চারপাশের জীবাণুর সঙ্গে লড়াই করে। তখন ইমিউন সিস্টেম অ্যান্টিবডি পাঠায়, যা চোখের চারপাশে চর্বি ও টিস্যুকে আক্রমণ করে।

বিশেষজ্ঞরা এখনও জানেন না, ঠিক কি কারণে ইমিউন সিস্টেম এ ধরনের প্রতিক্রিয়া জানায়? তারা এখনও এ বিষয়ের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-৩৯


সূত্র : ঢাকা পোস্ট