সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের জনপ্রিয়তার অন্যতম কারণ বন্ধু খুঁজে পাওয়া ও সেই বন্ধুদের তালিকায় যুক্ত করা। ফেসবুক মানেই বন্ধুবান্ধব, লাইক, শেয়ার। ফেসবুকে প্রোফাইল তথ্য পূরণ করার পর ব্যবহারকারীর অবস্থান ও পেশা/শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী ফ্রেন্ড সাজেশন (পিপল ইউ মে নো) দেখাবে। সেখান থেকে আপনি লোকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তারা আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করলে তবেই আপনি তাদের ফেসবুক ফ্রেন্ড হবেন। কাকে আপনি রিকোয়েস্ট পাঠালেন, সেই তালিকা দেখার সুবিধা রয়েছে ফেসবুকে। এতে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কারা ঝুলিয়ে রেখেছে, তা জানা সম্ভব।

যেভাবে জানা যাবে :


* প্রথমে ফেসবুক প্রোফাইলে গিয়ে Friends- অপশনে ক্লিক করতে হবে।

* এরপর ডানপাশ থাকা Friend Request-এ ক্লিক করতে হবে। এখানে আপনি যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেননি তাদের প্রোফাইল দেখতে পারবেন।

* এখানে বামদিকের Friend Request-এ ক্লিক করুন। একদম ওপরেই Viwe Sent Request ট্যাব দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই কে কে আপনার রিকোয়েস্ট একসেপ্ট করেনি তার তালিকা দেখতে পারবেন।

সিলেটভিউ২৪ডটকম/জিএসি-০৭

 


সূত্র : যুগান্তর