লন্ডনে নিঁখোজ বাংলাদেশি বংশোদ্ভূত স্কুলছাত্রী হাফিজাকে পাওয়া গেছে। হাফিজার বড় বোন, হাফিজার পারিবারিক আত্মীয় ও স্থানীয় একজন কাউন্সিলর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচ দিন আগে ইয়ার টেন স্কুলছাত্রী হাফিজা নিঁখোজ হয়েছিল। হাফিজাকে স্কুলের সিসিটিভি ক্যামেরায় সর্বশেষ স্কুল ছুটির পর দেখা গেছে ছবির কালো কোট পড়া, মুখে সাধারণ সার্জিক্যাল মাস্ক পড়া ছিলো, সেই সাথে ছিলো লম্বা ছাতা, তার স্কুলের ব্যাগ ছিলো কাঁধে। আর হাতে ছিলো সুপার মার্কেটের পলিথিন ব্যাগ।


হাফিজার ক্লাস টিচার জানিয়েছেন, সে পুরো দিনই ক্লাসে উপস্থিত ছিল। স্বাভাবিকভাবে সে স্কুল শেষ করে বের হয়। হাফিজা নিখোঁজের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বাস স্টপেজের লাইট পোস্টে তার খোঁজের আবেদন জানিয়ে পোস্টারিং করে তার পরিবার।

তাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে হাফিজার পরিবার। সে বাসায় ফিরেছে সেটিই বড় সংবাদ, কি ভাবে কি হয়েছে সেটি বড় কথা নয়। এমনটাই দাবি তার পরিবারের।

সিলেটভিউ২৪ডটকম/জিএসি-২৪


সূত্র : কালের কণ্ঠ