আমি জন্মাতে চাই আবার-

শহুরে সভ্যতার (!) ভেতর হতে-
বহু রঙ মাখা মুখোশ হতে-
নিজেকে মুক্ত দেখতে চাই,
আমি অট্টালিকা হতে নিম্নমুখী হতে চাই-
অবনত মস্তকে-


নিরহংকারী হতে,
আমি শুষ্ক মরুভূমির তপ্ত বালিতে শুয়ে থেকে বুঝতে চাই-
বেদুঈন জীবনের বেদনা,
চাই ভাইরাস হয়ে সমস্ত অবয়বে ভাইরাল হতে-
অভিনয়ের পেছনে লুকায়িত গল্প খুজতে,
স্বচ্ছ পোশাক হয়ে-

নিজের অমানুষ ভাবনা গুলোর কবর দিতে চাই,
বিনিদ্র রজনীর বন্ধু হয়ে-
প্যাঁচার রাত্রিবাসের অতীত পড়তে চাই,
গোলাপ কাটায় ক্ষতবিক্ষত হয়ে-
প্রেমিকের অন্তর্দহন অনুভব করতে চাই,
আমি অবহেলার যন্ত্রণা বুঝতে-

বেহালায় সুর হতে চাই,
প্রেমের বিদগ্ধ উত্তাপ পেতে-
সন্নাসব্রত নিতে চাই,
আঁধার-আলেয়া হতে নিজেকে বাঁচাতে-
ফড়িং হয়ে পুড়তে চাই, আজন্ম-

শোধরাতে নিজেকে বারবার জন্মাতে চাই,
নিজের কাছেই ফিরতে চাই, নিজের-ই জন্য!