সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রবাসীরা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে ও মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিকে মজবুত করেছে। প্রবাসীরা দেশের দুর্যোগময় সময় ছাড়াও রোজা, ঈদ ও শীতকালে দেশের দরিদ্র জনগোষ্ঠিকে সাহায্য সহযোগিতা করে আসছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সীমিত সম্পদ দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় পাঠাতে হবে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে’র উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলার ১০টি ইউনিয়ন ও সিসিকের ৩টি ওয়ার্ডের দরিদ্র মানুষদের খাদ্য সামাগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় এমপি হাবিব প্রবাসীদের মানবিক কার্যক্রমের প্রশংসা করে এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে’র সহ সভাপতি ও সাংবাদিক সৈয়দ মাহবুব আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান শিকদরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডনের মোলভেলী ডিস্ট্রিক্ট কাউন্সিল সারে ও সাবেক মেয়র জাহাঙ্গীর হক, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য শহীদুর রহমান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, প্রবীন মুরব্বী আলাউদ্দিন, তফজ্জুল আলী, শিক্ষক আখলাকুর রহমান বাতেন, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, আওয়ামীলীগ নেতা নেছার আলী, সালেহ আহমদ শামীম, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মনজুর আলী, আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা লায়েক আহমদ ও সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ প্রমুখ।
সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর