দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার পরিবর্তনের পাশাপাশি চলমান স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মূলোৎপাটন করা জরুরি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শুক্রবার (১৫ এপ্রিল) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক কর্মশালার উদ্বোধনকালে একথা বলেন তিনি।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিদ্যমান অগণতান্ত্রিক সাংবিধানিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ছাড়া দেশে ন্যূনতম গণতান্ত্রিক ও জবাবদীহিমূলক দায়বদ্ধ রাজনৈতিক বিধিব্যবস্থা প্রতিষ্ঠিত করা যাবে না।
তিনি বলেন, ৭১ এর সশস্ত্র মুক্তিযুদ্ধের পর যে রাষ্ট্রের গণতান্ত্রিক ও মানবিক হবার দায় ছিল গত পঞ্চাশ বছরে সেই রাষ্ট্রকে দমনমূলক বলপ্রয়োগের প্রতিষ্ঠানে পরিণত করে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। রাষ্ট্রীয় বাহিনী ও প্রতিষ্ঠানসমূহকে জনবান্ধব করার পরিবর্তে জননিপীড়ন আর জনভোগান্তির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে রাজনৈতিক কর্মশালার প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য রাশিদা বেগম, সিকদার হারুন রশীদ মাহমুদ, ইফতেখার আহমেদ বাবু প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৮