হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় দুই ভোজ্যতেলের ডিলারকে জরিমান করা হয়। 


অভিযানে নেতৃত্বেদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এলিস। 



বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস জানান, সম্প্রতি ভোজ্যতেল নিয়ে ব্যবসায়ীদের কারসাজি লক্ষ্য করা গেছে। এরই প্রেক্ষিতে চৌধুরী বাজার এলাকায় অভিযানকালে তেলের ডিলার মুন্সি এন্ড সন্স এবং শ্রী শ্রী রাম কৃষ্ণ ষ্টোরের মালিককে সোয়াবিন তেলের স্টক মালামাল ও কেনা বেচার হিসাব দিতে না পারায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও অভিযানকালে তিনি ব্যবসায়ীদের প্রতি তেলের ক্রয় বিক্রয় মূল্য রশিদ ও তেল স্টক করে না রাখার জন্য অনুরোধ জানান। 

 

সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০৩