২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের বিভিন্ন শহর রুশ বাহিনীর হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এবার রাশিয়ার একটি শহরে পাল্টা গোলাবর্ষণের হুমকি দিয়েছে ইউক্রেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর আন্দ্রুসিভ টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, বেলগোরোড, প্রস্তুত থাকো। 


এ সময় আন্দ্রুসিভ বলেন,  ইউক্রেন আক্রমণের চেষ্টা করতে পারে। কারণ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভকে রক্ষা করতে হবে।

বেলগোরোড শহরটিতেই রাশিয়া খারকিভকে হামলা চালানোর জন্য একাধিক রকেট লঞ্চার স্থাপন করেছে। 

বেলগোরোড শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।  সীমান্তবর্তী এই শহরে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে শহরটির কর্তৃপক্ষ। 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৭


সূত্র : যুগান্তর