মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে তেল, চাল ও ডালসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার দুপুরে কুলাউড়া পৌর মহিলা দলের আহ্বায়ক শাকিলা চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সদস্য সচিব সুফিয়া রহমান ইতির পরিচালনায় শহরস্থ চৌমুহনীতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা।



প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভয়াবহ আন্দোলন গড়ে তুলে শ্রীলঙ্কার মতো অবস্থার সৃষ্টি করা হবে। শেখ হাসিনার অধীনে এ দেশে আর কোনো নির্বাচন করতে দেয়া হবে না। 


তেলসহ নিত্যপণ্যের দাম কমানো না হলে বিএনপি আগামীতে আরও কঠোর আন্দোলনে নামবে বলে তিনি হুঁশিয়ারি দেন।


সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা বিএনপি সভাপতি ও পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, মহিলা দলের নেত্রী মমতাজ হাসান, সুমাইয়া রহমান সাবু, কাউন্সিলর সুফিয়া রহমান, রহিমা বেগম প্রমুখ।


বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মহিলা দল ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সভার পূর্বে কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে এক বিক্ষোভ মিছিল শহরস্থ চৌমুহনী পর্যন্ত প্রদক্ষিণ করে।


সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-১৯