যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সর্বশেষ গোয়েন্দা তথ্যে জানিয়েছে, বেলারুশ ঘোষণা দিয়েছে তারা স্পেশাল অপারেশন ফোর্স সেনাদের ইউক্রেনের সীমান্তের কাছে মোতায়েন করবে। 

যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্য আরও জানিয়েছে, বেলারুশ ইউক্রেনের পশ্চিম সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল ইউনিটকে মোতায়েন করেছে।


যুক্তরাজ্যের গোয়েন্দাদের দাবি, বেলারুশ ইউক্রেন সীমান্তে তাদের সেনাদের মোতায়েন করছে যেন সেখান থেকে ইউক্রেনের সেনারা নড়তে না পারে এবং দোনবাসে গিয়ে ইউক্রেনের অন্য সেনাদের সহায়তা না করতে পারে। 

কোনো হামলা করা ছাড়াই ইউক্রেনীয় সেনাদের আটকে রাখার বিষয়টি মাথায় নিয়েই ইউক্রেন সীমান্তে পাঠানো হয়েছে বেলারুশ সেনাদের।

এ ব্যাপারে ব্রিটিশ গোয়েন্দা তথ্য বলেছে, সীমান্তের কাছে বেলারুশ সেনাদের উপস্থিতি ইউক্রেনীয় সেনাদের সেখানে আটকে রাখবে। আর এ কারণে তারা দোনবাসে সাপোর্ট অপারেশনে যোগ দিতে পারবে না। 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেলারুশ এখন পর্যন্ত সরাসরি জড়িত হয়নি।

বেলারুশ সরাসরি জড়িত হয়নি কারণ এতে করে তাদের ওপর পশ্চিমারা নিষেধাজ্ঞা দিতে পারে। তাছাড়া বেলারুশের সেনারাও বিষয়টিকে ভালোভাবে নেবে না। 

তবে বেলারুশের মাটি ব্যবহার করে চেরনিহিভ এবং কিয়েভে হামলা করেছিল রাশিয়া। তাছাড়া বেলারুশ থেকে ইউক্রেনের উদ্দেশে মিসাইলও ছুড়েছে তারা।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০২


সূত্র : বিবিসি