ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনে প্রত্যাশা অনুযায়ী সফলতা না পাওয়ায় রাশিয়া তাদের অন্তত ছয়জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে পদাবনতি,বরখাস্ত বা আটক করেছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা বিভাগ টেলিগ্রামে এ ব্যাপারে বলেছে, আসন্ন রাজনৈতিক ও অপরাধমূলক দায়বদ্ধতার পরিণতি কমাতে, রাশিয়া তাদের সকল ব্যর্থতা ও হারের দায় হামলা করা সেনা ও ইউনিটের কমান্ডারদের ওপর চাপাচ্ছে।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা বিভাগ কৃষ্ণ সাগরে ডুবে যাওয়া যুদ্ধজাহাজ মস্কভার কমান্ডার ইগোর ওসিপোভের কথা উল্লেখ করেছে।

তারা জানিয়েছে, এ জাহাজ ডুবির দায় দেওয়া হয়েছে কমান্ডার ইগোর ওসিপোভের ওপর। এর দায় দিয়ে তাকে বরখাস্ত ও গ্রেফতার করা হয়েছে।

এপ্রিলের মাঝামাঝিতে ইউক্রেনের করা নেপচুন মিসাইল হামলায় রাশিয়ার বিশাল এ রণতরী সাগরের অতল গভীরে তলিয়ে যায়।

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজ সেনাদের ওপরই রাশিয়ার চড়াও হওয়ার যে তথ্য দিয়েছে সেটির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৮


সূত্র : আল জাজিরা