অ্যাশেজ সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের ব্যর্থতায় এবার পদত্যাগ করতে যাচ্ছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন। 

বিবিসি ও গার্ডিয়ান বলছে- আগামী জুনেই পদত্যাগ করবেন হ্যারিসন। ২০১৪ সালে ইসিবির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছিলেন হ্যারিসন।


হ্যারিসনের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার ও মেয়েদের ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক ও এমসিসি সভাপতি ক্লেয়ার কনর।

অ্যাশেজ সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের বাজে পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব হারান জো রুট। রুটের আগেই বদল হয়েছে ক্রিকেট পরিচালক, কোচ, সহকারী কোচের পদে। 

গত অক্টোবর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর দায়িত্ব থেকে সরে গেছেন। তার অবর্তমানে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ব্যারি ও’ব্রায়ান অসুস্থতার কারণে গত মাসেই পদ ছেড়ে দিয়েছেন।  


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৯


সূত্র : যুগান্তর