সিলেটে ক্রমেই উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। প্লাবিত সব এলাকা থেকেই নামতে শুরু করেছে পানি। আগামী দু-তিনদিনের মধ্যে পানি পুরোপুরি নেমে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত ১০ মে থেকে সিলেটে টানা বর্ষণ শুরু হয়। এর সাথে উজান থেকে নেমে আসে ঢল। এ দুয়ের ফলে পানি বাড়তে শুরু করে। দু-তিনদিনের মধ্যে প্লাবিত হয়ে যায় সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চলগুলো। সিলেট সদর উপজেলার নিম্নাঞ্চলেও দেখা দেয় বন্যা।


বৃষ্টি ও ঢল না থামায় পরিস্থিতি মোড় নেয় ভয়াবহতার দিকে। সুরমা নদীর তীর উপচে পানি ঢুকে পড়ে সিলেট নগরীতেও। তলিয়ে যায় নগরীর বেশকিছু এলাকা।

প্রায় এক সপ্তাহের অবর্ণণীয় দুর্ভোগ শেষে গত শুক্রবার রাত থেকে কমতে শুরু করে পানি। গতকাল শনিবারও পানি কমা অব্যাহত ছিল।

আজ রোববারও কমছে পানি। প্লাবিত অনেক অঞ্চল থেকেই এখন পানি নেমে গেছে। সিলেট নগরীর সিংহভাগ এলাকাই এখন পানিবন্দি পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম নিলয় পাশা বলেন, ‘বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি দ্রুত নেমে যেতে শুরু করেছে। এই ধারা অব্যাহত থাকলে দ্রুতই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যেতে পারে।’

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘নগরীর সিংহভাগ এলাকা থেকেই পানি নেমে গেছে। নগরবাসী আশ্রয়কেন্দ্র থেকে নিজেদের বাসা-বাড়িতে ফিরছেন। আজকের মধ্যেই আশ্রয়কেন্দ্র খালি হয়ে যেতে পারে।’

এদিকে, সুরমা, কুশিয়ারাসহ সিলেটের নদীগুলোর পানিও কমছে। গতকাল সকালের চেয়ে আজ সকালে পানি কয়েক সেন্টিমিটার কমেছে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে