সিলেট অঞ্চলে ব্যাংক ঋণ ক্রমেই বাড়ছে। বর্তমানে ঋণের পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি টাকা। মাত্র ছয় বছরে ব্যাংক ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে মিলেছে এমন তথ্য।

অবশ্য ব্যাংক ঋণের দিক দিয়ে দেশের আটটি বিভাগের মধ্যে সিলেট আছে ষষ্ঠ স্থানে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালের ডিসেম্বর অবধি সিলেট বিভাগে ব্যাংকগুলোর ঋণের পরিমাণ ছিল ১৪ হাজার ৯৫২ কোটি টাকা।

মাত্র ছয় বছর আগে, ২০১৫ সালে এ অঞ্চলে ব্যাংক ঋণের পরিমাণ ছিল ৭ হাজার ৯৬৫ কোটি টাকা। এরপর ২০১৮ সালে ঋণের অঙ্ক হয় ১০ হাজার ৭৪৬ কোটি টাকা।

তথ্যানুসারে, ব্যাংক ঋণ বিতরণে শীর্ষে আছে ঢাকা বিভাগ। সেখানকার ব্যাংকগুলোর ২০২১ অবধি বিতরণ করেছে ৮ লাখ ১৭ হাজার ৮২৭ কোটি টাকা। এরপরেই থাকা চট্টগ্রাম বিভাগে ব্যাংক ঋণের পরিমাণ ২ লাখ ২৪ হাজার ৮৪ কোটি টাকা।

তথ্য বলছে, ব্যাংক খাতের সর্বোচ্চ ৬৭ দশমিক ৫৬ শতাংশ ঋণ ঢাকা বিভাগে বিতরণ হয়েছে। চট্টগ্রাম বিভাগে ১৮ দশমিক ৫১ শতাংশ ঋণ বিতরণ হয়।

দেশের বাকি বিভাগগুলোর সবক’টিতেই ঋণ বিতরণের হার দুই অঙ্কের ঘর স্পর্শ করেনি।

খুলনা বিভাগে ৩ দশমিক ৯১ শতাংশ, রাজশাহীতে ৩ দশমিক ৮৫ শতাংশ, রংপুরে ২ দশমিক ৪২ শতাংশ, ময়মনসিংহে ১ দশমিক ৩৬ শতাংশ, সিলেটে ১ দশমিক ২৪ শতাংশ ও বরিশালে ১ দশমিক ১৫ শতাংশ ঋণ বিতরণ হয়েছে।

গেল ডিসেম্বর অবধি দেশে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১২ লাখ ১০ হাজার ৫৮৯ কোটি টাকা।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে