দুই-তিন ধরে সিলেটে মৃদু তপপ্রবাহ বয়ে যাচ্ছিল। টানা বর্ষণে বন্যার পর এই তাপপ্রবাহে অবশ্য উপকারই হয়েছিল এখানকার মানুষের। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এবার বৃষ্টি হতে পারে সিলেটে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।


আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

তিনি জানান, আগামী তিন দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে