বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেটের বিভিন্ন স্থানে বন্যার পানি নামতে শুরু করলেও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। বন্যার্ত মানুষ খাবার, বিশুদ্ধ পানি সহ নিত্যপন্যের জন্য কষ্টে দিনাতিপাত করছে। বন্যার শুরু থেকে সরকার বন্যার্তদের পাশে না দাড়ানোর ফলে তাদের কষ্ট বেড়েছে। বন্যার পানি নামার সাথে সাথে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসনে প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সামর্থবানদের এগিয়ে আসতে হবে।

 


তিনি বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণকালে উপরোক্ত কথা বলেন। 

 

ধারাবাহিক ত্রাণ তৎপরতার অংশ হিসেবে তিনি দিনভর আলীনগর ইউনিয়নের একাধিক স্পটে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সিনিয়র সহ-সভাপতি আক্তার খান জাহেদ, সহ-সভাপতি অহিদ আহমদ তালুকদার, সহ-সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, আলীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুহেব উদ্দিন খান, সহ-সভাপতি মাসুদ রানা সুহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবর আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান আলমগীর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম রুনু, যুবদল নেতা মিজানুর রহমান সামু, বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মারজান আহমদ, যুবদল নেতা দেলওয়ার আহমদ ও আলমগীর প্রমূখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫